জাহিদ হাসান:
আশা’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো. শফিকুল হক চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ৪শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ঔষুধ বিতরণ করা হয়।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলার চরমুগরীয়া এলাকায় আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আশা’র মাদারীপুর শাখার সিনিয়র ব্যবস্থাপক গনেস চন্দ্র দাসের সভাপতিত্বে ও রিজিওনাল ম্যানেজার মো. এমদাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা সমাজসেবার উপ-পরিচালক মো. আশাদুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আশা চরমুগরীয়া সম্মিলিত স্বাস্থ্যকেন্দ্রর আবাসিক মেডিকেল অফিসার কাবিরা বানি, আশার সাপোর্ট ইঞ্জিনিয়ার সঞ্জয় বাসু, ব্রাঞ্চ ম্যানেজার মো. হুমায়ুন কবির প্রমুখ।
এ ছাড়া প্রতিদিন নামমাত্র ২০ থেকে ১০০ টাকা ফি’র মাধ্যমে সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবে বলে ব্রাঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.