Desher Khabor
ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

সিংড়ায় অগ্নিকাণ্ডে ১০ টি পরিবারের ২০ টি ঘর পুড়ে ছাই

Zahid Hasan
মার্চ ২৩, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় আশ্রয়ণ প্রকল্পে আগুন লেগে ১০টি পরিবারের মোট ২০ টি ঘর ও দুইটি গরু পুড়ে ভস্মীভূত হয়েছে। এ সময় ঘরে থাকা নগদ টাকা টাকাসহ প্রায় ১৮ হতে ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের আর্দশ গ্রামের আশ্রয়ণ প্রকল্পে এ আগুনের ঘটনা ঘটে। সিংড়া ফায়ার সার্ভিস লিডার নিশ্চিত করেছেন। খবর পেয়ে নাটোর ও সিংড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ফায়ার সার্ভিস লিডার মোঃ কামরুজ্জামান জানান, দুপুরে সিংড়া চামারী ইউনিয়নের আর্দশ গ্রামের আশ্রায়ণ প্রকল্পের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই ১০টি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে নাটোর ও সিংড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে ১০টি বাড়ি মোট ২০ টি ঘর ভস্মীভূত হয় এবং গোয়াল ঘরে থাকা দু’টি গরু পুড়ে মারা যায়। সেই সাথে ঘরের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র, নগদ টাকাসহ প্রায় ১৮ লাখ হতে ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়া আশপাশের আরও সাতটি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে।

উপজেলার ৫নং চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান স্বপন মোল্লা বলেন, দুপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। এতে মুহূর্তেই আশপাশের ১০টি ঘরে আগুন ছড়িয়ে পড়লে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে পরিবারগুলো একেবারে সর্বস্বান্ত হয়ে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিংড়ার মেয়র সহ প্রশাসনের কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।