মাদারীপুর প্রতিনিধি:
ইনডিপেনডেন্ট টেলিভিশনের মাদারীপুরের সাংবাদিক ও কথাসাহিত্যিক রিপচন্দ্র মল্লিকের পিতা ডা. রবীন্দ্রনাথ মল্লিকের ২০তম মৃত্যুবার্ষিকী ২৫ শে মার্চ ২০২৪ ইং রোজ সোমবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মাদারীপুর শহরের শহীদ মানিক সড়কের শ্রী শ্রী বলরাম দেব মন্দিরে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনা, ভগবত গীতাপাঠ ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। দুপুরে নিজ বাসগৃহে বিশেষ প্রার্থনা, বিকেলে মন্দিরে ফলভোগ নিবেদন ও রাতে শ্রী শ্রী বলরাম দেব মন্দির প্রাঙ্গণে শ্রীমদভগবত গীতা পাঠের আয়োজন করা হয়েছে।
গত ২০০৪ সালের ২৫ মার্চ দিবাগত রাত তিনটার দিকে ডা. রবীন্দ্রনাথ মল্লিক মাদারীপুর শহরের বলরাম মন্দির প্রাঙ্গনের নিজ বাসগৃহে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। জীবিত কালে তিনি মাদারীপুর শহরের অত্যন্ত সুনামের সাথে চিকিৎসা সেবায় নিবেদিত ছিলেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও দুই ছেলে এক মেয়ে রেখে মারা যান। পরবর্তীতে ২০১৬ সালে তার স্ত্রী রিনা মল্লিকের মৃত্যু হয়।