ডাসার প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে গলায় ফাঁস দিয়ে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধা ৭ টার দিকে ডাসারের পশ্চিম বোতলা মজুমদার বাড়িতে নুপুর বেপারী(১৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার পশ্চিম মাইজপাড়া জামাল বেপারীর মেয়ে।
জানাযায়, নিহত নুপুর বেপারী ছোট বেলা থেকেই নানা দিলু মজুমদারের বাড়ী থেকে লেখাপড়া করতো। সে উপজেলার পশ্চিম বোতলা গালর্স স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী।
নিহতের নানা দিলু মজুমদার বলেন, আমার নাতনী ফাঁকা বাড়ীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমরা এসে ডাকাডাকি করলে ঘরে কোন সাড়া শব্দ না পেয়ে মাটি খুঁড়ে ঘরে প্রবেশ করলে নাতনীর মরদেহ আড়ার সাথে ঝুলে থাকতে দেখি। পরে স্থানীয় প্রতিবেশীর সহায়তায় লাশ নিচে নামাই। তবে কি কারণে আমার নাতি আত্মহত্যা করল বলতে পারছিনা।
এব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.