নিজস্ব প্রতিবেদক, ইতালি:
মহান স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে ইতালি আওয়ামী লীগ নাপলী শাখার উদ্যোগে রবিবার রাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় শোক ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। সভার সভাপতিত্ব করেন, ইতালি আওয়ামী লীগ, নাপলী শাখার সভাপতি কুদ্দুস হাওলাদার।
এছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন, ইতালি আওয়ামী লীগ, নাপলী শাখার সাধারণ সম্পাদক ফরহাদ সিপাহী।
আলোচনা সভা এবং দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কৃতিত্ব, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং ১৫ আগস্টের শোকাহত স্মৃতিচারণ করা হয়। প্রবাসী সমাজের বিভিন্ন স্তরের মানুষরা উপস্থিত থেকে শহীদদের প্রতি এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করে শ্রদ্ধা জানায়।
ইতালি আওয়ামী লীগ নাপলী শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় চেতনা এবং ইতিহাসের সঠিক ধারাবাহিকতা বজায় রাখতেই এ ধরনের অনুষ্ঠান প্রতি বছর আয়োজন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.