গৌরনদী প্রতিনিধি:
ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী, সাধারণ সভা ও নির্বাচন প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহির, সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আসাদুজ্জামান রিপনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠিত নির্বাচনে বিনাপ্রতিদ্বন্ধীতায় বদরুজ্জামান খান সবুজ (ইনকিলাব) সভাপতি, মোহাম্মদ আলী বাবু (সংবাদ) সাধারণ সম্পাদক, মণীষ চন্দ্র বিশ্বাস (খবরপত্র) সহ-সভাপতি, জামিল মাহমুদ (ভোরের পাতা) সহ-সাধারণ সম্পাদক, হাসান মাহমুদ (দি এশিয়ান এজ) কোষাধ্যক্ষ, মোল্লা ফারুক হাসান (আমাদের বরিশাল) দপ্তর সম্পাদক, আতাউর রহমান চঞ্চল (দেশ জনপদ) সহ-দপ্তর সম্পাদক, পার্থ হালদার (কলমের কণ্ঠ) প্রচার সম্পাদক, আরিফিন রিয়াদ (বাংলাদেশের আলো) সহ-প্রচার সম্পাদক হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
শেষে করোনাজয়ী সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া ও আসাদুজ্জামান রিপনকে সংবর্ধনা দেয়া হয়। একইদিন কেককেটে উপজেলা প্রেসক্লাবের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.