গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্য পুস্তক বিতরণের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে পালরদী মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বই বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল জলিল, পালরদী মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জামাল হোসে বাচ্চু, সিনিয়র শিক্ষক ইলিয়াস আলীসহ অন্যান্যরা। শেষে ২৭টি মাধ্যমিক, ১৫টি মাদ্রাসা ও ৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.