রাজৈর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান। এসময় আওয়াামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম শাহীন চৌধুরীকে নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী হাজী মহাসিন মিয়াকে আনারস প্রতীক দেওয়া হয়। এর আগে আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন মোল্লা স্ব-ইচ্ছায় তার প্রার্থীতা প্রত্যাহার করেন।
আ.লীগের প্রার্থী শাহীন চৌধুরী বলেন, এই প্রতীক আমার নয়, সারা উপজেলাবাসী ও উপজেলা আ.লীগের প্রতীক। প্রতিটি আ.লীগ পরিবারের প্রতীক। তাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলে এক হয়ে নৌকাকে বিজয়ী করবে।
স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে হলে আমি শতভাগ আশাবাদী। জনগণ সঠিক ভাবে ভোট দিতে পারলে অবশ্যই আমার জয় হবে।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আগামী ২৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যেই নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এই নির্বাচনে ১ লক্ষ ৮৩ হাজার ২শত ১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.