Desher Khabor
ঢাকাবৃহস্পতিবার , ২৭ জানুয়ারি ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

রাজৈর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে শাহিন চৌধুরীর জয়লাভ

madaripurbarta
জানুয়ারি ২৭, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

জাহিদ হাসান:
মাদারীপুর রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী জয়লাভ করেছেন। নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মো.রেজাউল করিম শাহিন চৌধুরী ৬০,৫৭৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী হাজী মো. মহসিন মিয়া পেয়েছেন ২৭,৮১৫ ভোট। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনে শতকরা ৪৮ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০২১ সালের ১৩ জুলাই মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব মিয়ার মৃত্যুতে এ পদটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহন চলে বিকাল ৪ টা পর্যন্ত। এ নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। রাজৈর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে মোট ১ লাখ ৮৪ হাজার ২শ ১০ জন ভোটার ৬৪ টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোতায়েন ছিল। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১২ জন আনসার সদস্য মোতায়েন ছিল। নির্বাচনী এলাকায় ৩ প্লাটুন বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাবের টিম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেন।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান বলেন, রাজৈর উপজেলা উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে নৌকার প্রার্থী মো. রেজাউল করিম শাহিন চৌধুরী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।