রাজৈর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর উপজেলার ৬ টি ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১-জানুয়ারি) দুপুরে উপজেলার আসমত আলী খান অডিটোরিয়ামে আনুষ্ঠানিকতার মাধ্যমে এ শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান।
জানা যায়, চতুর্থ ধাপে ২০২১ সালের ২৬ ডিসেম্বর উপজেলার ইশিবপুর, কবিরাজপুর, হরিদাসদী-মহেন্দ্রদী, পাইকপাড়া, কদমবাড়ি ও বাজিতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান ও সদস্য পদে মোট ৭৮ জন বিজয়ী হন। এদের মধ্যে সংরক্ষিত আসনের (মহিলা সদস্য) ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৫৪ জন নবনির্বাচিত ইউপি সদস্যদেরকে শপথ গ্রহণ করানো হয়। বিজয়ীদেরকে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা প্রমুখ। এর আগে নবনির্বাচিত ৬ জন চেয়ারম্যানের মধ্যে ৪ জনকে জেলা প্রশাসক কার্যালয় থেকে শপথ পাঠ করানো হয়।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.