রাজৈর প্রতিনিধি:
রাজৈর উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভ্যাটেনারী হাসপাতাল মাদারীপুর কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণীসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এই প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশ সরকার ৪ হাজার ২ দুইশত ৮০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছেন। আপনারা ইতিমধ্যে একটি ভ্রাম্যমান মোবাইল টিম চিকিৎসা সেবার জন্য পেয়েছেন। এখন আর কোন পশু-পাখি অসুস্থ হলে উপজেলা পশু হসপিটালে আসতে হবে না। আগেই তার কাছে চিকিৎসা সেবা পৌঁছে যাবে।
বুধবার (১৬-ফেব্রুয়ারি) রাজৈর উপজেলা চত্ত্বরের হেলিপোর্ট মাঠে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২২ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় রহিমা খাতুন আরো বলেন, প্রাণীসম্পদে যে উন্নত প্রজাতির প্রাণী সম্পদ তৈরি হয় সেটাই দেখানো হয়। খামারিদের দেখানো বিভিন্ন উন্নত জাতের গাভী ও ছাগলসহ প্রাণী বৃদ্ধি করা, আমাদের যেন মাংসের চাহিদা পূর্ণ হয়, আর এইসব জিনিস দেখে আপনারা যেন উৎসাহিত হন এবং আপনাদের খামারটাকে আরও সমৃদ্ধ ও বৃদ্ধি করতে পারেন, সেই উদ্দেশ্য নিয়েই এ প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আনিসুজ্জামান, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা ও প্রাণীসম্পদ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হাসান, ইমেইলঃ dainikdesherkhabor
Copyright © 2025 দেশের খবর. All rights reserved.