রাজৈর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯-ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সড়কের পাশের খাল থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। তবে মৃত ব্যক্তি পাগল হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জানা যায়, রাজৈর উপজেলা পরিষদ গেইটের অপরপাশে থাকা খালের মধ্যে মরদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা। এসময় রাজৈর থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শেখ সাদিক জানান, আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। রিপোর্ট পাওয়ার পর আসল ঘটনাটি জানা যাবে। তবে আমরা ধারণা করছি সে পাগল হতে পারে। তার জ্যাকেটের পকেটে কিছু পঁচা পিয়াজ ও খাবার ছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।