রাজৈর প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈরে এক রাতে ৫ দোকানে চুরি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩-মার্চ) দিবাগত রাতে উপজেলার টেকেরহাট বন্দরে এ ঘটনা ঘটে। চোরেরা লোহার রড, ল্যাপটপ, মোবাইল, নগদ টাকাসহ মালামাল চুরি করে নিয়ে যায়। এসময় সবুজ মিয়া (২৫) নামে এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
ভুক্তভোগী সুত্রে জানা যায়, চোরেরা টেকেরহাট বন্দরের শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের গেট সংলগ্ন রিপন সাহার দোকানের পিছনের টিন কেটে ভিতরে ঢুকে নগদ টাকা ও মালামাল, পাশের জাহিদের কসমেটিক্সের দোকান থেকে একটি ল্যাপটপ ও মূল্যবান মালামাল, টেকেরহাট আবাসিক এলাকার বিমল কুন্ডুর মুদি দোকানের চালের টিন কেটে ভিতরে ঢুকে নগদ টাকা ও মালামাল, তার পাশর্^বর্তী জাকির বেপারীর ইলেক্ট্রনিক্সের দোকান থেকে মোবাইলসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এছাড়াও একই রাতে আবাসিক রোডের রেজা এন্টারপ্রাইজের ৩ তলার ছাদ থেকে রড নিয়ে পালানোর সময় পাহারাদার সবুজ মিয়া নামে এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক সবুজ ঘোষালকান্দি গ্রামের ফিটু মিয়ার ছেলে। এ ব্যাপারে রাজৈর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
অন্যদিকে বুধবার দুপুরে টেকেরহাট বন্দরের আবাসিক এলাকার মসজিদের সামনে লিটন সাহার বিল্ডিংয়ের চতুর্থ তলায় অমৃত সাহার ভাড়া বাসার তালা ভেঙ্গে স্বর্ন ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা।
রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, চুরির ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে রেজাউল করিম খালাসী বাদী হয়ে মামলা দায়ের করেছে।