Desher Khabor
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

Zahid Hasan
আগস্ট ১৮, ২০২৫ ৩:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ইতালি:

মহান স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে ইতালি আওয়ামী লীগ নাপলী শাখার উদ্যোগে রবিবার রাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় শোক ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। সভার সভাপতিত্ব করেন, ইতালি আওয়ামী লীগ, নাপলী শাখার সভাপতি কুদ্দুস হাওলাদার।

এছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন, ইতালি আওয়ামী লীগ, নাপলী শাখার সাধারণ সম্পাদক ফরহাদ সিপাহী।

আলোচনা সভা এবং দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কৃতিত্ব, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং ১৫ আগস্টের শোকাহত স্মৃতিচারণ করা হয়। প্রবাসী সমাজের বিভিন্ন স্তরের মানুষরা উপস্থিত থেকে শহীদদের প্রতি এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করে শ্রদ্ধা জানায়।

ইতালি আওয়ামী লীগ নাপলী শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় চেতনা এবং ইতিহাসের সঠিক ধারাবাহিকতা বজায় রাখতেই এ ধরনের অনুষ্ঠান প্রতি বছর আয়োজন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।