Desher Khabor
ঢাকাবৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু 

Zahid Hasan
জানুয়ারি ১১, ২০২৪ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

সৈয়দ রাকিবুল ইসলাম:

মাদারীপুরের ডাসারে পৃথক দুই স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খালা বাড়ী বেড়াতে এসে মো. মাহাদী নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহাদী সদর উপজেলার মার্দা গ্রামের জসিম সরদারের ছেলে। বুধবার বিকেলে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বালিগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জনাগেছে বিকেলে খালা বাড়ীর উঠানে খেলা করছিল শিশুটি। পরে সবার অগোচরে বাড়ীর পাশের একটি পুকুরে পাঁ পিছলে পানিতে ডুবে এ মর্মান্তিক মৃত্যু হয়।

অপরদিকে একই দিনে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের আলিফ নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলিফ উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রাম গ্রামের হাফিজুল সরদারের ছেলে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত আলিফ বিকেলে খেলতে গিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ীর পাশের একটি রাস্তায় খেলতে যায়। এসময় পা পিছলে রাস্তার পাশে একটি ডোবায় পরে এ মর্মান্তিক মৃত্যু ঘটে।

এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।