Desher Khabor
ঢাকাবুধবার , ৩১ জানুয়ারি ২০২৪
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের সিলারচর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই 

Zahid Hasan
জানুয়ারি ৩১, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

মাদারীপুরের ছিলারচর বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

বুধবার ভোর রাত সাড়ে ৪ টার দিকে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে ছিলারচর বাজারের লতিফ বেপারীর মুরগির দোকান থেকে প্রথমে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এর আগেই মুরগির দোকান, ওষুধের দোকান, মুদি দোকান সহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মাদারীপুরের ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ শিকদার বলেন, আমরা খবর পাওয়ার পরে ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বৈদ্যুতিক হট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।