Desher Khabor
ঢাকাবৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২২
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আর্ন্তজাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. জবস্
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. ধর্ম
  11. পড়াশোনা
  12. প্রবাসের খবর
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

পশু পাখি অসুস্থ হলে চিকিৎসা সেবা পৌঁছে যাবে- মাদারীপুর জেলা প্রশাসক

madaripurbarta
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাজৈর প্রতিনিধি:
রাজৈর উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভ্যাটেনারী হাসপাতাল মাদারীপুর কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণীসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এই প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশ সরকার ৪ হাজার ২ দুইশত ৮০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছেন। আপনারা ইতিমধ্যে একটি ভ্রাম্যমান মোবাইল টিম চিকিৎসা সেবার জন্য পেয়েছেন। এখন আর কোন পশু-পাখি অসুস্থ হলে উপজেলা পশু হসপিটালে আসতে হবে না। আগেই তার কাছে চিকিৎসা সেবা পৌঁছে যাবে।

বুধবার (১৬-ফেব্রুয়ারি) রাজৈর উপজেলা চত্ত্বরের হেলিপোর্ট মাঠে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২২ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় রহিমা খাতুন আরো বলেন, প্রাণীসম্পদে যে উন্নত প্রজাতির প্রাণী সম্পদ তৈরি হয় সেটাই দেখানো হয়। খামারিদের দেখানো বিভিন্ন উন্নত জাতের গাভী ও ছাগলসহ প্রাণী বৃদ্ধি করা, আমাদের যেন মাংসের চাহিদা পূর্ণ হয়, আর এইসব জিনিস দেখে আপনারা যেন উৎসাহিত হন এবং আপনাদের খামারটাকে আরও সমৃদ্ধ ও বৃদ্ধি করতে পারেন, সেই উদ্দেশ্য নিয়েই এ প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আনিসুজ্জামান, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা ও প্রাণীসম্পদ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।